মায়ার আপিল পুনঃশুনানিতে হাইকোর্টে দুদকের আবেদন
দুর্নীতির মামলায় বিশেষ জজ আদালতের সাজার বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার আপিল পুনঃশুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খোরশেদ আলম খান এই আবেদন পেশ করেন।
বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করে। আবেদনের শুনানি সোমবার কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল বিশেষ জজ আদালত। এই আদেশ বাতিল চেয়ে আপিল করলে বিশেষ জজ আদালতের রায় বাতিল করে দেয় হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে মায়ার আবেদন পুনরায় শুনানির জন্য নির্দেশ দেয় আপিল বিভাগ। এই আদেশের পরিপ্রেক্ষিতে দুদক আজ হাইকোর্টে শুনানির জন্য আবেদন জানায়।
শেয়ার করুন