জনগণের অবৈধ চলাচল সমস্যা সমাধানে ঢাকা-কুয়ালালামপুর সম্মত
বাংলাদেশ ও মালয়েশিয়া জনগণের অবৈধ যাতায়াত সমস্যার সমাধানে সম্মত হয়েছে।
আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ হাজী আমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই মতৈক্য হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই মন্ত্রী একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।
২২তম আশিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদান উপলক্ষে দুদিনের সফরে এখন কুয়ালালামপুর রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
দুই মন্ত্রী জনগণের এই অবৈধ চলাচলের মূল কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বাংলাদেশের অবৈধ অধিবাসীদের প্রত্যাবাসনে সাহায্য-সহায়তার জন্য মাহমুদ আলী মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে নিতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দুই পররাষ্ট্রমন্ত্রী জিটুজি ও বিটুবি উভয় প্রক্রিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগের অবস্থা নিয়েও আলোচনা করেন এবং তারা এই প্রক্রিয়া সহজ করতে আরো ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান বর্তমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে তার গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরো জোরদার হবে।
এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। গতকালের এসব বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় স্থান লাভ করে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোগ ব্রেন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি বিশেষ করে এমডিজি লক্ষ্য অর্জনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউচি মিনোরু বাংলাদেশের সঙ্গে ব্যাপক অংশীদারিত্বে সন্তোষ প্রকাশ করেন। দুই মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে নিয়মিত পারস্পরিক কার্যক্রমের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় বিশেষভাবে দুটি প্রতিবেশী দেশের মধ্যকার যোগাযোগ ও সাম্প্রতিক মূল সীমান্ত চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া স্থান পায়। -
শেয়ার করুন