ঢাকায় কথিত ব্লগারকে বাসায় ঢুকে হত্যা
বাংলাদেশে ঢাকার গোরান এলাকায় নিলয় নীল নামে একজন ব্লগারকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে শুক্রবার দুপুরের দিকে তিন চার জন লোক নিলয়ের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করেছে।
গোরানে এক পাঁচতলা ফ্ল্যাটবাড়িতে থাকতেন নিলয় নীল।
দুপুরে জুমার নামাজের পরপর এই হত্যাকান্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওই সময় বাসায় নিলয়ের মা এবং বোন ছিলেন।
নিহত ব্লগার নিলয় ফেসবুকে ও ব্লগে নিয়মিত লেখালেখি করতেন।
বাংলাদেশের ব্লগাররা বলছেন নিলয় মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে লিখতেন।
গত কয়েক মাসে এই নিয়ে বাংলাদেশে চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে।
শেয়ার করুন