"মতপ্রকাশের স্বাধীনতা"র নামে "উন্মাদনা" গ্রহণযোগ্য নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্লগারদের উন্মাদনা সৃষ্টি গ্রহণযোগ্য নয়। আবার ধর্মের নামে তাদের হত্যা করাও যাবে না। গতকাল (শনিবার) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে বিবিসি সংলাপ অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া জানান। অনুষ্ঠানটির ১২৪তম পর্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছাড়াও প্যানেল সদস্য ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের প্রধান জিয়া রহমান এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার।অলিউর রহমান মিরাজের প্রযোজনায় বিবিসি বাংলাদেশ সংলাপ উপস্থাপনা করেছেন আকবর হোসেন।
শেয়ার করুন