নববধূকে গাছে বেঁধে নির্যাতন
পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে মাহফুজা (১৮) নামের এক নববধূকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তারই স্বামী ময়নুদ্দীন। নির্যাতনের এক পর্যায়ে ওই নববধূর স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয়েছে। স্থানীয় গ্রামবাসী ময়নুদ্দীনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। জানা যায়, এক মাস আগে ময়নুদ্দীনের সঙ্গে ডুমুরিয়া উপজেলার জামিলা গ্রামের ছহিলউদ্দীনের মেয়ে মাহফুজা খাতুনের বিয়ে হয়। শনিবার রাতে ভাত আনতে দেরি হওয়ায় রাত ১২ টার দিকে ময়নুদ্দীন মাহফুজাকে হাত-পা ও মুখমণ্ডল বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। এ সময় মাহফুজাকে বিবস্ত্র করে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। মাহফুজার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এসময় ময়নুদ্দীনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মাহফুজা বর্তমানে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন। পাইকগাছা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, মেয়েটির স্পর্শকাতর অঙ্গেও আঘাত করা হয়েছে।
শেয়ার করুন