বাংলাদেশে স্বর্ণের দাম বাড়লো
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছ। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যার বর্তমান মূল্য ৪১ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেট ৪১ হাজার ১৭৩ টাকা যা বর্তমানে ৩৯ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের দাম ৩৩ হাজার ৯ টাকায় বিক্রি হলেও নতুন দর ৩৪ হাজার ৫২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ২১ হাজার ৮৭০ টাকা ভরি। নতুন দর অনুযায়ী ২২ হাজার ৮৬১ টাকায় বিক্রি হবে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
শেয়ার করুন