ঢাকায় আসলেন ওআইসি মহাসচিব
ঢাকায় পৌঁছেছেন ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মহাসচিব আইয়াদ আমিন মাদানী। তিন দিনের সফরে শনিবার তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সংস্থাটির মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন মাদানী। তার সঙ্গে আরও পাঁচজন এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবেন মাদানী। ওইদিন বিকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া তার আইসিডিডিআরবি সেন্টার পরিদর্শনেরও কথা রয়েছে।
এবারের সফরে বিভিন্ন প্রকল্প,সহযোগিতার বিষয় নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করবেন ওআইসি মহাসচিব। এটা তার ওআইসিভুক্ত চারটি দেশে সফরের একটি অংশ।
ওআইসির দশম মহাসচিব হিসেবে ২০১৪ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন আইয়াদ আমিন মাদানি। সৌদি আরবে জন্মগ্রহণকারী আমিন মাদানি দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। বিশ্বে জাতিসংঘের পরই ওআইসি দ্বিতীয় বৃহৎ আন্তর্জাতিক সংস্থা।
শেয়ার করুন