শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
মাহবুব তালুকদারের চিকিৎসায় ইসির খরচ ৪০ লাখ টাকা: সিইসি
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে উনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে আবার কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতেও চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, এসব চিকিৎসার ব্যয় কমিশন বহন করেছে। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জেবেল উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন