'আরাকান আর্মি দমনে অপারেশন চালানো হবে'
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টিকে দমনের জন্য যে ধরনের অপারেশন দরকার, তা চালানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, সেটা কমবিং অপারেশন বা যৌথ অভিযানও হতে পারে; যাতে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে হামলা চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। এতে জাকির নামের বিজিবির এক নায়েক গুলিবিদ্ধ হয়েছেন।
শেয়ার করুন