সেনাবাহিনীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবলীগ নেতা নিহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড নামক স্থানে সেনাবাহিনীর একটি রেকারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ (৪৫) নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম চন্দ্রগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে এবং তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল ইসলাম চন্দ্রগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার গাড়ি লক্ষ্মীপুর দিকে যাচ্ছিল। এ সময় নুরুল ইসলাম সেনাবাহিনীর গাড়িটিকে ওভারটেক করার সময় পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে।
শেয়ার করুন