আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

ফের উন্মত্ত ছাত্রলীগ-যুবলীগ

ফের উন্মত্ত ছাত্রলীগ-যুবলীগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনকারী আওয়ামীপন্থী শিক্ষকদের ওপর ছাত্রলীগের বেপরোয়া হামলা ও নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ ৪ যুবলীগ সন্ত্রাসীকে গ্রেফতারের ঘটনায় আবার আলোচনায় চলে এসেছে ছাত্রলীগ-যুবলীগ। সম্প্রতি মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ নিহতের মামলার আসামি মাগুরা পৌর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান ওরফে আজিবর শেখ পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। পৃথক ঘটনায় রাজধানীতে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত হয় চুরির অভিযোগে কিশোর রাজা হত্যাকা-ে জড়িত হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া। দুই ক্রস ফায়ারের ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে শুরু হয় টানাপোড়েন। একজন সিনিয়র মন্ত্রী অ্যাশকন শুরু বললেও ক্রসফায়ারেও নিবৃত হয়নি ক্ষমতাসীন দলের এই দুই অঙ্গ-সংগঠন। ক্রস ফায়ারের ঘটনার পর গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাকরে একই সংগঠনের প্রতিপক্ষ গ্রুপ। এসব ঘটনার রক্তের দাগ শুকাতে না শুকাতে আবার সংগঠিত হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনা। শাবি সংবাদদাতা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা চালিয়েছে। রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের ওপর ছাত্রলীগ এই হামলা চালায়। অপরদিকে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ হামলার বিষয় অস্বীকার করে বলে, আন্দোলনরত শিক্ষকরা শিক্ষর্থীদের ওপর চড়াও হলে সেখানে ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্র জানায়, ভিসিকে সমর্থন দিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষকরা একাডেমিক কাউন্সিলের সভা বাধা দেয়ার জন্য সকাল সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে গেলে ছাত্রলীগ তাদের মুখোমুখি অবস্থান নেয়। পরে শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া নিজ কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আন্দোলনরত শিক্ষকরা তাকে বাধা দেয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসিকে নিয়ে প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতে চাইলে শিক্ষকদের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়ে তাদের ব্যানার কেড়ে নেয়। জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উভয়পক্ষেকে থামাতে তিনি ব্যর্থ হন। এতে আন্দোলনরত সাতজন শিক্ষক আহতসহ লাঞ্ছনার শিকার হয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আহত শিক্ষকরা হলেন, শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. সামসুল আলম, ড. ইয়াসমীন হক, ড. মোহাম্মদ ইউনূস, ড. আবদুল গণি, ড. এ ন ক সমাদ্দার, হাসানুজ্জামান শ্যামল, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন ও মোস্তফা কামাল মাসুদ।শিক্ষকদের ওপর হামলার বিষয়ে শাখা ছাত্রলীগের নেতৃতৃন্দ বলেন, ছাত্রলীগের কেউই শিক্ষকদের ওপর হামলার সাথে জড়িত ছিল না। তবে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কর্মীরা থাকতে পারে। ভিসিকে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষর্থীদের ওপর চড়াও হলে সেখানে ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটে। এছাড়া যারা সাংবাদিকদের লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া বলেন, আমি একাডেমিক কাউন্সিলের সভায় যোগ দেয়ার জন্য আসলে আন্দোলনরত শিক্ষকরা বাধা দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা আমাকে লাঞ্ছিত করে। এই ধরনের ঘটনা যা আমি আগে আর কখনো দেখিনি। এদিকে হামলার প্রতিবাদে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি, কালোব্যাজ ধারণ করে মৌন মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. সামসুল আলম।উল্লেখ, শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ আরো বিভিন্ন অভিযোগ এনে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলনে নামে আওয়ামীপন্থী শিক্ষকরা।বেগমগঞ্জে অস্ত্রসহ ৪ যুবলীগ সন্ত্রাসী গ্রেফতারবেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্রসহ শীর্ষ ৪ যুবলীগ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর গ্রামের আশ্রমের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে রোববার দুপুরে মামলা হলেও রসহ্যজনক কারণে বিকাল ৫টা পর্যন্ত পুলিশ তাদের আদালতে পাঠায়নি বলে খবর পাওয়া গেছে। গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের হাজি বাড়ির মো. আলমের ছেলে মো. মাসুম (২৭), সিরাজ উদ্দিনপুর গ্রামের কাওসার আলমের ছেলে ওসমান গনি (২৫), বাচ্চু মেম্বারের ছেলে ইব্রাহিম খলিল রকি (২৬) ও দীণ মোহাম্মদের ছেলে খোয়াজ উদ্দিন ফয়েজ (২৮)। স্থানীয়রা ও পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মংচাই সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে শনিবার রাতে ইউনিয়নের সিরাজ উদ্দিনপুরের আশ্রমের পাশে পৌঁছলে চার যুবককে সন্দেহ করে দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় গোপালপুরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার জিকু কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাসুমের কাছে একটি অস্ত্র পাওয়া গেলে পুলিশ অস্ত্রসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোপালপুরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার জিকু কামালের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। এ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের ছত্রছায়ায় বিগত ৬ বছর ধরে গোপালপুর ইউপির মধুপুর, দেবকালা, সিরাজ উদ্দিনপুর, রেজ্জাকপুর, তুলাচারা, বেতুয়াবাগসহ প্রায় ৮টি গ্রামের সাধারণ মানুষ, গোপালপুর বাজারের শত শত ব্যবসায়ীকে জিম্মি করে চুরি, ডাকাতি, চিনতাই, চাঁদাবাজি, জবর দখল, অপহরণ, ইভটিজিং, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। বাহিনীর সদস্যরা মাঝে মধ্যে গ্রেফতার হলেও জামিন নিয়ে এসে তারা আবারও একই সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হচ্ছে। সন্ত্রাসী মাছুম গত বছরের ডিসেম্বর মাসে গ্রেফতার হলেও কয়েকদিনের মধ্যে জামিনে আসে। এলাকাবাসী আরো বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের গ্রেফতার করলেও সন্ত্রাসী জিকু কামালকে গ্রেফতার করতে না পারায় তার বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠছে। বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মংচাই বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী মাছুমের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকা-ের একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে। আদালতে প্রেরণের বিষয়ে বলেন, সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত