সংসদ অধিবেশনেই পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী
পদত্যাগ করেছেন মন্ত্রীত্ব হারানো নেতা লতিফ সিদ্দিকী
জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মন্ত্রীত্ব হারানো আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। এসময় তিনি নিজেকে সাচ্ছা মুসলমান দাবি করে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানান। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র সফরকালে গতবছর ১৯ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী হজ ও ধর্ম সম্পর্কে আপত্তিকর উক্তি করার পর আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগেই তিনি মন্ত্রীত্ব হারান লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর উক্তি করেন লতিফ। এরপর তিনি ভারত হয়ে দেশে ফেরেন। তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যে। কারাগারে যেতে হয় তাকে। এরপর নির্বাচন কমিশনে যেয়ে লতিফ সিদ্দিকী সর্বশেষ সংসদ সদস্য থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।
শেয়ার করুন