নিজামীর আপিল শুনানি শুরু
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর
রহমান নিজামীর আপিল শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির
বেঞ্চে বুধবার সকালে এই আপিল শুনানি শুরু
হয়।
বেঞ্চের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি
নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ
মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ
সিদ্দিকী।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা ৬
সপ্তাহের জন্য শুনানি পেছানোর আবেদন
করেন। তবে সেই আবেদন খারিজ করে দেয়
আপিল বিভাগ। ফলে কার্যতালিকা অনুযায়ীই
তার আপিল শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম
শুনানি করছেন।
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর মৃত্যুদণ্ডের
রায় ঘোষণা করে।
শেয়ার করুন