গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে
ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মধ্য প্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শতাধিক লোকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন যে, গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি অচিন্ত্যনীয় ও দুঃখজনক।শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য এবং নিহতদের পরিবারের সদস্যদের সাহসিকতার সঙ্গে অপূরণীয় এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন।ভারতের মধ্য প্রদেশ রাজ্যে আজ সকালে জনাকীর্ণ একটি রেস্টুরেন্টে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১০৪ জন মারা গেছে।
শেয়ার করুন