আপডেট :

        গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

        হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

        টেস্টের ছোঁয়া, টোয়েন্টির গতি—অদ্ভুত নিয়মে নতুন ফরম্যাট

        জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

        প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ

        যাত্রার আগে এনআইডি বাধ্যতামূলক করছে রেলওয়ে

        পূর্ণাঙ্গ পদ্ধতি না পেলে জুলাই সনদে সইয়ে অস্বীকৃতি এনসিপির

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

ফাঁসির দড়ির আরো কাছে সাকা-মুজাহিদ

ফাঁসির দড়ির আরো কাছে সাকা-মুজাহিদ

দিন গণনা শুরু

এম বদি-উজ-জামান ও আশরাফ-উল-আলম
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী
আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা
সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের
পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে গতকাল বুধবার। সুপ্রিম
কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ রায়
প্রকাশ হওয়ায় এই দুই অপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার
পথে আর দুটি ধাপ বাকি থাকল। এ দুটি ধাপ হলো রিভিউ
আবেদন ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার
আবেদন। আপিল বিভাগের এই রায় রিভিউ বা
পুনর্বিবেচনার জন্য আবেদন করতে আসামিরা ১৫
দিন সময় পাবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে
আলম বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়
প্রকাশিত হওয়ায় গতকাল থেকেই রিভিউ
আবেদনের দিন গণনা হবে। তবে আসামিপক্ষের
আইনজীবীরা বলছেন, তাঁরা রায়ের অনুলিপি পাওয়ার
পর দিন গণনা শুরু হবে।
এই দুই সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ড বহাল রেখে
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার
নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ
সর্বসম্মতভাবে আলাদা দিনে সংক্ষিপ্ত রায় দিলেও
গতকাল একই দিন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো। এ
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন
আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ১৬ জুন
মুজাহিদের এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড
বহাল রেখে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন আপিল
বিভাগ।
মুজাহিদের মামলায় ১৯১ পৃষ্ঠার এবং সাকা চৌধুরীর
মামলায় ২১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপিতে চার
বিচারপতি সই করার পর গতকাল বিকেলে তা সুপ্রিম
কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ রায়
প্রকাশের পর রিভিউ আবেদন করতে ১৫ দিন সময়
পাচ্ছেন আসামিরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে
রিভিউ আবেদন করা হলেও অক্টোবর মাসে এ
বিষয়ে শুনানি হবে কি না তা নির্ভর করছে
আদালতের সিদ্ধান্তের ওপর। কারণ ৩১ অক্টোবর
পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। নিয়ম
অনুযায়ী যে বিচারপতিরা পূর্ণাঙ্গ রায় দিয়েছেন
তাঁরাই রিভিউ আবেদন শুনবেন।
এ দুটি আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর
জামায়াতের সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার
হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ
রায় প্রকাশ অপেক্ষাধীন থাকল।
গতকাল রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ রায়
প্রকাশের পর রাষ্ট্র বসে থাকবে না। দণ্ড
কার্যকর করার পদক্ষেপ নেবে। তবে
আসামিপক্ষ নির্ধারিত ১৫ দিনের মধ্যে রিভিউ
আবেদন করলে দণ্ড কার্যকর করার প্রক্রিয়া
আপনাআপনিই স্থগিত হয়ে যাবে। সুপ্রিম কোর্টে
অবকাশকালে রিভিউ আবেদনের ওপর শুনানি হবে
কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন,
বন্ধের মধ্যে আদালত বসতে বাধা নেই। তবে
আদালত বসবেন কি না সেটা নির্ভর করবে
আদালতের সিদ্ধান্তের ওপর। আদালতের সামনে
রিভিউ আবেদন গেলে আদালত তাঁর সিদ্ধান্ত
জানাবেন।
অন্যদিকে আসামিপক্ষের প্রধান আইনজীবী
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন
বলেছেন, রায়ের অনুলিপি পাওয়ার পর রিভিউ
আবেদন করা হবে। মুজাহিদের আরেক
আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন,
নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন করা হবে।
যেহেতু সুপ্রিম কোর্টে অবকাশ চলছে, তাই এ
সময়ের মধ্যে শুনানি না হলে আর রাষ্ট্র যদি দণ্ড
কার্যকর করার পদক্ষেপ নেয় তবে সেটা হবে
বেআইনি।
গতকাল পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার একটি কপি
বিচারিক আদালত হিসেবে আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী রায়ের
কপি পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা
জারি করবেন ট্রাইব্যুনাল। গতকাল রাতে রায়ের কপি
পাওয়ায় মৃত্যু পরোয়ানা জারি করা হয়নি। আজ
বৃহস্পতিবার এ পরোয়ানা কারাগারে পাঠানো হবে
বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ পরোয়ানা
পাওয়ার পর কারা কর্তৃপক্ষ আসামিদের তা পড়ে
শোনাবে এবং আসামিদের মতামত জানতে চাইবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড
কার্যকর করার বিষয়ে কারাবিধি প্রযোজ্য নয়। এ
কারণে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার
মামলায় রিভিউ আবেদনের বিষয়ে আপিল বিভাগ
সিদ্ধান্ত দেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের
মধ্যে রিভিউ (পুনর্বিবেচনা) করতে পারবে আসামি
বা রাষ্ট্রপক্ষ। ৩১ অক্টোবর পর্যন্ত সুপ্রিম
কোর্টে অবকাশ থাকায় আপিল বিভাগের
অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে দণ্ড
স্থগিত রাখারও আবেদন করতে হবে
আসামিপক্ষকে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় মূল রিভিউ
আবেদন দাখিল করতে হবে। এ রিভিউ
আবেদনের ওপর কবে শুনানি হবে তা চেম্বার
বিচারপতির আদালত নির্ধারণ করতে পারবেন।
নিয়মানুযায়ী রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর ফাঁসির
দণ্ড বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা
চেয়ে আবেদন করার সুযোগ পাবেন মুজাহিদ ও
সাকা। মুহাম্মদ কামারুজ্জামানের ক্ষেত্রে রিভিউ
আবেদন আপিল বিভাগ খারিজ করার পর রাষ্ট্রপতির
কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার জন্য
সরকার বেশ কয়েক দিন সময় দিয়েছিল। তাঁর
ক্ষেত্রে আপিল বিভাগ গত ৬ এপ্রিল রিভিউ
আবেদন খারিজ করেন। রিভিউয়ের রায় প্রকাশ করা
হয় ৮ এপ্রিল। এরপর রাষ্ট্রপতির কাছে ক্ষমার
আবেদন করার জন্য সরকার তাঁকে সময় দেয়। গত
১০ এপ্রিল কামারুজ্জামান কারা সংশ্লিষ্টদের জানিয়ে
দেন, তিনি ক্ষমা চাইবেন না। এটা জানানোর পর
সেদিন রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি
কার্যকর করা হয়।
মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে দেশের
শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাসহ তিনটি
অপরাধের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই ট্রাইব্যুনাল
এক রায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে
মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আনা
সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগে সাজা
এবং দুটি অভিযোগ থেকে খালাস দেন ট্রাইব্যুনাল।
প্রমাণিত হওয়া অভিযোগের মধ্যে তিনটিতে
মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ও
একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ
রায়ের বিরুদ্ধে মুজাহিদ ওই বছরের ১১ আগস্ট
আপিল করেন। গত ১৬ জুন আপিল বিভাগ মৃত্যুদণ্ড
বহাল রেখে রায় দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে
দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন
মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। একই বছর ২ আগস্ট
তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে
গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি
কারাবন্দি।
একাত্তরে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন
করা এবং একের পর এক গণহত্যা, হত্যাসহ বিভিন্ন
অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের
চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৩ সালের ১
অক্টোবর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। তাঁর
বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৩টি অভিযোগের মধ্যে
৯টি অভিযোগ প্রমাণিত হয়। এসবের মধ্যে
চারটিতে মৃত্যুদণ্ড, তিনটিতে ২০ বছর করে কারাদণ্ড
ও দুটিতে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি
১৪টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস
দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে সাকা ওই বছরের ২৯
অক্টোবর আপিল করেন। গত ২৯ জুলাই রায় দেন
আপিল বিভাগ।
২০১০ সালের ২৬ জুন হরতালের আগের রাতে
রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাঙচুর ও গাড়ি
পোড়ানোর একটি ঘটনায় একই বছরের ১৬
ডিসেম্বর সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পরে ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
২০১১ সালের ১৪ নভেম্বর সাকা চৌধুরীর
বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়
ট্রাইব্যুনালে।
বহু 'অঘটন ঘটন পটিয়সী' বিএনপি নেতা সাকা
চৌধুরীর আপিলের রায় নিয়ে জাতি উৎকণ্ঠায়
ছিল। আপিল বিভাগের রায়ের আগে একজন
বিচারকের সঙ্গেও সাকা পরিবারের সদস্যদের
দেখা করার অভিযোগ ওঠে। এ নিয়ে দৈনিক
জনকণ্ঠে নিবন্ধ প্রকাশিত হওয়ায় আদালত অবমাননার
মামলা হয়। এতে জনকণ্ঠ সম্পাদক ও নিবন্ধ
লেখকের সাজা হয়। এর আগে ২০১৩ সালের ১
অক্টোবর ট্রাইব্যুনালে রায়ের আগে রায়ের
খসড়া কপি ইন্টারনেটে ও বিভিন্ন ওয়েবসাইটে
পাওয়া গিয়েছিল। সাকা চৌধুরীর পরিবারের
সদস্যদের কাছেও খসড়ার বাঁধাই করা কপি দেখা যায়
রায়ের দিন। খসড়া রায় ফাঁস হওয়া নিয়ে মামলা
হয়েছে। এ মামলায় সাকা চৌধুরীর
আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম ও
ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন এখনো কারাবন্দি।

শেয়ার করুন

পাঠকের মতামত