গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন
গাজা চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার ইসরায়েল ও মিশর সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই ঘোষণা দেন। ট্রাম্প বলেছেন, '২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং যতটা আশা করা যায় ততটা ভালো বোধ করছেন তারা। একটি বড় বোঝা উঠে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে!' চুক্তির আওতায়, ট্রাম্প ইসরায়েলে পৌঁছানোর কিছুক্ষণ আগে বাকি ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।
তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গাজা চুক্তির প্রথম পর্যায় অনুযায়ী হামাস এবং ইসরায়েল একটি জিম্মি-বন্দি বিনিময় পরিচালনা করে। এর ফলস্বরূপ, ইসরায়েলের কুখ্যাত ওফের সামরিক কারাগার এবং নেগেভ মরুভূমির অন্যান্য কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে আগেই মুক্তি দেওয়া হয়। এদিকে, হামাসের কথা অনুযায়ী তারা মঙ্গলবার আরও চারজন মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে।
এর আগে গত সোমবার ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে একটি উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন আহ্বান করেন। সেখানে ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি উপস্থিত বিশ্ব নেতারা আন্তর্জাতিক সমর্থন দেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন