শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বিএনপি-পুলিশের তুমুল সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছবি: এলএবাংলাটাইমস
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশও পাল্টা টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে। এ সময় পুলিশ কমপক্ষে ২০ নেতা-কর্মীকে আটক করেন।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জানায়, অতি উৎসাহিত হয়ে পুলিশ অহেতুক লাঠিচার্জ ও গুলি চালিয়েছে।
লাঠিচার্জ ও টিয়ার সেলের আঘাতে পথচারীসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে শহরের রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শেরপুরের এএসপি আব্দুল হান্নান মিয়া এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন