যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
ভারতের মুসলিম হত্যা ও নির্র্যাতন বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে:জাতীয় তাফসীর পরিষদ
জাতীয় তাফসীর
পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ
আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ
মাওলানা মাকসুদুর রহমান, কেন্দ্রীয়
নেতা মুফতী ওমর ফারুক যুক্তিবাদী,
প্রিন্সিপাল হাফেজ মাওলানা বাকী,
বিল্লাহ মুফতি শরীফউল্লাহ সামদানী,
মাওলানা জালাল হোসাইন চাঁদপুরি
প্রমুখ এক বিবৃতিতে ভারতে বিভিন্ন
খোড়া অজুহাতে মুসলিম হত্যা ও
নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়ে বলেন, ভারতের বিভিন্ন
প্রদেশে গরুর গোশতকে খাওয়াকে
কেন্দ্র করে উগ্রবাদী হিন্দুদের সংগঠন
বিজেপি জঙ্গিরা মুসলমানদের হত্যা
করছে, তাদরে বাড়ী-ঘরে হামলা করছে
যা কোনভাবেই মেনে নেয়া যায় না।
ভারতের দাদরি পরগনার বিসারা গ্রামে
গরু হত্যার গুজব ছড়িয়ে ৫০ বছর বয়স্ক
মুহাম্মদ আখলাক ও তার ছেলেকে হত্যার
পর উগ্রবাদী এখন আরো বেপোরোয়া।
ভারত ধর্মনিরপক্ষেতার আলখেল্লা পরে
মুসলিম হত্যার যে হোলি খেলায় মেতে
উঠেছে তার জবাব ভারতকে দিতেই হবে।
শেয়ার করুন