যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
এবার রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র দেবে
আবারও ইরানকে
ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া। ইরানের
ওপর আরোপিত আকাশ প্রতিরক্ষায়
ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহের
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার
ঘোষণা দিয়েছে দেশটি। গত মঙ্গলবার
এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পরমাণু অস্ত্র ইস্যুতে ২০১০ সালে
জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে
ইরানের ওপর। সেই থেকে ইরানকে
ক্ষেপণান্ত্র সরবরাহ বন্ধ করে দেয়
রাশিয়া। চুক্তির আওতায় এস-৩০০
ক্ষেপণান্ত্র সরবারহ করার কথা ছিল
ইরানকে। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে
বিশ্বশক্তির সমঝোতা চুক্তি হওয়ায়
নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া।
ইরান পরমাণু বোমা বানাবে না, এই শর্তে
নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়
বিশ্বশক্তি (জাতিসংঘের স্থায়ী পাঁচ
সদস্য ও জার্মানি)। এদিকে, ইরানকে
ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার
কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও
ইসরাইল। এ দুই দেশের অভিযোগ ছিল,
পরমাণু স্থাপনার সুরক্ষা দেওয়ার জন্যই
ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে
রাশিয়া। অন্যদিকে ইরানের সঙ্গে চুক্তি
বাতিল করায় রাশিয়ার কাছে কয়েক
বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে
মামলা করে ইরান। এখন সেই মামলাও
তুলে নেবে ইরান। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে
ইরানের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক
সম্পর্ক বরাবরই ভালো ছিল, যা
যুক্তরাষ্ট্র বা অন্য দেশের সঙ্গে ছিল
না।রাশিয়া ইরানের কাছে আধুনিক
মিসাইল ব্যবস্থা বিক্রি করতে যাচ্ছে।
ইরানের বিমান বাহিনী
আইআরআইএএফের কাছে বর্তমানে প্রায়
৫শ’ বিমান, এফফোরডি, সু ২৪’র মতো
পুরনো ধাঁচের জেট বিমান আছে। এছাড়া
সীমিত সংখ্যক মিগ ২৯ আছে। তবে তা
যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের বিরুদ্ধে
লড়াই করার মতো যথেষ্ট নয়। এর আগে,
ইরানকে এস৩০০ নামের বিমান
প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার
প্রস্তাব দিয়েছে রাশিয়া। নিঃসন্দেহে
রাশিয়ার এ সহযোগিতা ইরানের
প্রতিরক্ষা ব্যবস্থাকে দারুণ উজ্জীবিত
করবে। ইরান যখন প্রথম এ ব্যবস্থা নেয়ার
আগ্রহ প্রকাশ করে তখন যুক্তরাষ্ট্র এর
বিরোধিতা করেছিল। কিন্তু মস্কো তা
উড়িয়ে দিয়ে তেহরানকে এ সহযোগিতার
কথা বলে যাচ্ছে।যুক্তরাষ্ট্রকে ঠেকাতে
ইরানকে অস্ত্র দেবে চীনওওদিকে,
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ
হিসেবে ইরানকে সামরিক সহযোগিতা
দেবে চীনও। যুদ্ধ বিমানসহ বিভিন্ন
সমরাস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে
দেশ দুটি। তাইওয়ানভিত্তিক
সংবাদমাধ্যম ওয়াচিং টাইমসের বরাত
দিয়ে এ তথ্য প্রকাশ করেছে চীনের
সংবাদমাধ্যম পিপলস ডেইলি। মার্কিন
যুক্তরাষ্ট্র যেখানে নিজের মিত্রদের ও
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটকে
(ন্যাটো) রাশিয়ার বিরুদ্ধে দাঁড়
করানোর চেষ্টা করছে, সেখানে
বেইজিং ও মস্কো মধ্যপ্রাচ্যে
নিজেদের প্রচেষ্টা বাড়াচ্ছে আর এরই
অংশ হিসেবে ইরানকে সামরিক
সহযোগিতা করছে। পিপলস ডেইলি আরও
জানায়, কৌশলের অংশ হিসেবে চীন
ইরানকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ
করবে। অন্যদিকে, রাশিয়ায় সম্প্রতি
প্রকাশিত এক ছবিতে দেখা গেছে বেশ
কিছু বিমানকে ইরানের
আইআরআইএএফের রঙে রঙিন করা
হয়েছে। জে ১০ নামের এ যুদ্ধাস্ত্র
শিগিগরই ইরানের বিমান বাহিনী নতুন
রূপ লাভ করবে। এ সাহায্য ইরানকে
প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট সামর্থ্যবান
করে তুলবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
বিবিসি, রয়টার্স।
শেয়ার করুন