রেজা আলীর মৃত্যুতে শেখ হাসিনার শোক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ যৌথভাবে এ শোক জানানো হয়।
শোক বিবৃতিতে আলী রেজা রাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং সেতুমন্ত্রী। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজা আলী মারা যান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন