আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

শোলে আসছেন আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

শোলে আসছেন আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় দুই দিনের ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এবারও অনুষ্ঠিতব্য গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ।

এ সফরে অগ্রাধিকার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গা বিষয়ে ডেরেক এইচ শোলের বাড়তি আগ্রহ রয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে সাইডলাইনে তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল। তখন রোহিঙ্গা বিষয়ে তিনি অনেক আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেছিলেন। সে সময়ে বাংলাদেশ বিস্তারিত তুলে ধরেছিল। রোহিঙ্গার পাশাপাশি সব বিষয়েই এবার আলোচনা হবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে এটিও একটি বিষয়। তবে আলাদা করে কোনো অগ্রাধিকার নেই। বৈঠকের আলাদা কোনো এজেন্ডাও পায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক যে বৈঠকগুলো হয়ে গেল, সেই বৈঠকের বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হবে।

সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু এ জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে তাঁর কাজের জবাবদিহি করেন। ডেরেক এইচ শোলের সফরের আগেই মার্কিন একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছে। তাঁরা রোহিঙ্গা শিবির সরেজমিন পরিদর্শন ও শোলের কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন। সফরকালে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ডেরেক শোলের। এ ছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামীকালই তিনি ঢাকা ছাড়বেন।

মার্কিন এই কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকটকে বেশি ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়ে জোর দিলেও দ্বিপক্ষীয় যে কোনো বিষয়ে দুই দেশের আলোচনার সুযোগ রয়েছে এ সফরে। সম্প্রতি ডোনাল্ড লুর সফরে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচনের মতো বিষয়গুলোতে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ফলে এত কম সময়ের মধ্যে একই বিষয়ে বৈঠক আশা করছে না ঢাকা।

তারপরও সব বিষয়ে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), সামরিক চুক্তি জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন ক্রস সার্ভিস এগ্রিমেন্ট (এসিএসএ), ইউক্রেন সংকট, নিরাপত্তা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, ডেরেক শোলের সঙ্গে বৈঠকে ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হবে। এর বাইরে শ্রম মানোন্নয়নে এবং জিএসপি সুবিধায় ডিএফসি তহবিল পেতে দেশটির সহযোগিতা চাওয়া হবে।

গণতন্ত্র সম্মেলন : এদিকে যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, জাম্বিয়া ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে আগামী ২৯ থেকে ৩০ মার্চ ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারও আমন্ত্রণ না পাওয়া এবং শোলের সঙ্গে বৈঠকে সেটি উত্থাপন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সম্মেলন করছে। গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পেলেই যে গণতন্ত্র ভালো হয়ে যাবে বিষয়টি এমন নয়। এ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত