ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রীর কোনও আইডি নেই: প্রেস উইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক-টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার বাসসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।তিনি আরও জানান, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়। তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন