রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ২ বছর পর শ্রদ্ধা জানাবেন শহীদ মিনারে
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে সশরীরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে টানা দুই বছর তাঁদের সামরিক উপদেষ্টারা এ শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শহীদ দিবস পালনের প্রস্তুতি ও নির্দেশনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
উপাচার্য বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও তিন বাহিনীর প্রধান পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি উন্মুক্ত করে দেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদনের রুট বর্ণনা করে উপাচার্য জানান, সর্বস্তরের জনসাধারণ পলাশী মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা দিয়ে চানখাঁরপুল হয়ে প্রস্থান করা যাবে। এদিক দিয়ে শহীদ মিনারের দিকে আসা যাবে না।
এদিকে, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, দিবসটিতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। শহীদ মিনারে আগতদের আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। কোনো ব্যাগ কিংবা অন্য কোনো বস্তু নিয়ে আসা যাবে না। এ ছাড়া সোমবার বিকেল ৫টা থেকে পর দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের কিছু রাস্তা বন্ধ অথবা ডাইভারশন দিচ্ছে ডিএমপি। শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা চত্বর, জগন্নাথ হল, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার ও চানখাঁরপুল ক্রসিং নগরবাসীকে পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারে বলা হয়েছে।
বকশীবাজার-জগন্নাথ হল, চানখাঁরপুল-রোমানা চত্বর, টিএসসি-শিববাড়ী ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ (ভিআইপি), মোকাররম ভবন মাঠ (নিরাপত্তা বাহিনী) ও নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে (সর্বসাধারণ) গাড়ি পার্ক করতে নির্দেশনা দিয়েছে ডিএমপি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন