গ্রামীণফোনের চাকরি ছাড়লেন মুজাহিদের ছেলে
যুদ্ধাপরাধের অভিযোগে
মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত
নেতা আলী আহসান মোহাম্মদ
মুজাহিদের ছেলে আলী আহমেদ
তাহকিক গ্রামীণফোনের চাকরি
ছেড়েছেন। তিন সপ্তাহ আগে
তিনি চাকরি থেকে ইস্তফা
দিয়েছেন বলে জানিয়েছেন
গ্রামীণফোনের হেড অব
এক্সটার্নাল কমিউনিকেশনস
সৈয়দ তালাত কামাল।
মুজাহিদপুত্র তাহকিক দীর্ঘদিন
গ্রামীণফোনের 'স্টেকহোল্ডারস
রিলেশন্স ডিপার্টমেন্ট'-এ
কর্মরত ছিলেন। দেশের শীর্ষ
মোবাইল ফোন অপারেটরের
এরকম গুরুত্বপূর্ণ একটি পদে
একজন যুদ্ধাপরাধীর ছেলের
দায়িত্ব পালন নিয়ে এর আগে
গণমাধ্যমে খবর আসে। এরপর গত
জুন মাসে তাহকিককে
'ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস
ডিপার্টমেন্ট'-এ বদলি করা হয়।
সেখানে তিনি ইনফ্রাস্ট্রাকচার
স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব
পালন করেন।
তালাত কামাল বলেন, ''চাকরি
থেকে ইস্তফার বিষয়ে
গ্রামীণফোনের কোনো চাপ
ছিল না। তিনি স্বেচ্ছায় চাকরি
ছেড়েছেন।''
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে
বুদ্ধিজীবী গণহত্যার ষড়যন্ত্র ও
ইন্ধন দেওয়ার অভিযোগে
আদালতে ফাঁসির রায় হয়
জামায়াতে ইসলামীর
সেক্রেটারি জেনারেল
মুজাহিদের। সব আইনি প্রক্রিয়া
শেষে গত শনিবার রাতে তার
ফাঁসি কার্যকর করা হয়।
শেয়ার করুন