সোমবার থেকে কমতে পারে বৃষ্টিপাত
দেশের ৪৩টি জেলা ও অঞ্চলে গতকাল শনিবার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল সোমবার থেকে কমতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়াবিদরা বলছেন, আজ ভোর ও সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে বৃষ্টি ও বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া। তবে আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
								
 										
										নিউজ ডেক্স									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন