বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ঢাকার পুরো ইউনিট
ছবি: এলএবাংলাটাইমস
ঢাকার অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে এই আগুন লাগার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন সেখানে প্রায় চার হাজারের মতো দোকান আছে।
আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল।
আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে সেনাবাহিনীর ইউনিটও। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, বঙ্গবাজার এবং আশেপাশের মার্কেটগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে।
মার্কেট ও আশেপাশের এলাকায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ভয়াবহতা দেখে বোঝা যাচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন