তাপমাত্রা সামান্য বাড়তে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে।রাজশাহী, পাবনা, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ডিমলা ও রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন