শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম মারা গেছেন
ছবি: এলএবাংলাটাইমস
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সদস্য এনায়েত করিম অমি। তিনি বলেন, ‘মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।’
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুস সালাম।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন