ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
ছবি: এলএবাংলাটাইমস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ১১টা ২৫ মিনিটে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।
এদিকে ডা. আরমান জানিয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরী রেসপন্স করছেন না। এ বিষয়ে তারা দ্রুতই অফিসিয়াললি বিবৃতি দিবেন।
অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অফিসিয়ালি এখনও কিছু বলতে পারছি না। আমরা আরও ১০- ১৫মিনিট পর আনুষ্ঠানিকভাবে জানাবো।’
এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকাল সাড়ে ১০টায় তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন