বারডেমের হিমঘরে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে। মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। লাইফ সাপোর্টে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার রাত সোয়া ১টায় ডা. জাফরুল্লাহর মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা ও দাফন কোথায় হবে তা জানা যায়নি। বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুপরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন