দুই দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি: নসরুল হামিদ
আগামী দুই দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দু'দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০/১২ দিন।
তিনি বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা দুইটি এলএনজি টার্মিনালের একটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যটি দু'দিনের মধ্যেই চালু হবে। এ কারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন