স্কুলে গরমের তাপে এবার ২০ শিক্ষার্থী অসুস্থ
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র তাপপ্রবাহে এবার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দাউদকান্দি উপজেলার স্থানীয় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার (১২) স্কুল চলাকালে গরমে অসুস্থ হয়ে মারা যায়।
স্কুলের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া বলেন, প্রতি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা থাকলেও স্কুল চলাকালীন বিদ্যুতের লোডশেডিং এবং তীব্র তাপপ্রবাহের কারণে আজ এসব ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা এখন আশঙ্কামুক্ত।
এদিকে মঙ্গলবার স্কুলছাত্রী হাবিবার মৃত্যুর ঘটনার কারণ উদঘাটনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন