দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আলোচনার কোনো বিকল্প নেই: আসাদুজ্জামান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
‘জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আলোচনার কোনো ‘বিকল্প নেই’।
বুধবার দুপুরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সদরদপ্তরে 'স্বাধীনতা পুরষ্কার-২০২৩ উদযাপন' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘সংলাপ’ নিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প কিছু নাই।"
বিএনপির সঙ্গে আলোচার কথা প্রধানমন্ত্রী ও আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ‘নাকচ’ করে আসলেও ক্ষমাতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বিষয়টি নিয়ে ‘সম্ভাবনার’ আভাস দিয়ে কথা বলেন মঙ্গলবার।
এক সমাবেশে তিনি বিএনপির উদ্দেশে বলেন, ”আসুন, গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আমরা আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দ্বার খোলা। তিনি বলেছেন, যে কোনোভাবে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে তিনি প্রস্তুত।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন