দলীয় প্রতীকে পৌর নির্বাচন সরকারের ষড়যন্ত্র : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদ বলেছেন, দলীয় প্রতীকে পৌরসভা
নির্বাচন বর্তমান সরকারের একটি নতুন
ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকার মনে করে এই
দেশ তাদের একার সম্পত্তি।
রবিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক
কেন্দ্রে জেলা জাতীয় পার্টির সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি ধ্বংসাত্মক
কার্যকলাপের মাধ্যমে রাতারাতি ক্ষমতায়
যেতে চায়। তাদের এই স্বপ্ন কোনো দিন পূরণ
হবে না।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের
সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছের
সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট
মোহাম্মদ তারেকের সঞ্চালনায় সম্মেলনে
বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী
আনিসুল ইসলাম মাহামুদ, জাপা যুগ্ম মহাসচিব
রেজাউল ইসলাম ভূঁইয়া, কক্সবাজার নারী
আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক,
জেলা জাপার সাবেক সভাপতি কবির আহমদ
সওদাগর ও কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান।
শেয়ার করুন