'ইসি বিমাতাসুলভ আচরণ করবে প্রত্যাশিত ছিল না'
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির সংসদে নেই।
তাই স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশন তাদের প্রতি সদয় আচরণ করছে। কিন্তু এটা করতে গিয়ে ইসি আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করবে এমন
প্রত্যাশিত ছিলো না। মঙ্গলবার বিকেলে আওয়ামী
লীগের হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসি কমিশনার কাজী রকিবউদ্দীন
আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা
বলেন। হানিফ আরও বলেন, পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে বিধায় মানুষের মধ্যে আগ্রহ আছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা আশা করেছিলাম। কিন্তু নির্বাচনকে
কেন্দ্র করে কয়েকটি জায়গায় দলীয় নেতাকর্মীদের ওপর আঘাত এসেছে। কিছু কিছু
জায়গায় বিমাতা সুলভ আচরণ করছে ইসি।
প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় নেতা আবদুর
রাজ্জাক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
শেয়ার করুন