বাংলাদেশে দাগনভূঞাঁয় বিএনপির মেয়র প্রার্থীকে মারধর
ফেনীর দাগনভূঁঞা পৌরসভায় বিএনপির
মেয়র প্রার্থী সাইফুর রহমান
স্বপনকে মারধর করার অভিযোগ
উঠেছে আওয়ামী লীগের
কর্মীদের বিরুদ্ধে। বুধবার সকাল
সাড়ে ৯টায় পৌরসভার করিমপুর প্রাথমিক
বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা
ঘটে। স্বপনের দাবি,
ভোটকেন্দ্রে গেলে নৌকা
প্রতীকের সমর্থকরা তাকে মারধর
করেছে।
এদিকে, আওয়ামী লীগের মেয়র
প্রার্থী ওমর ফারক এ অভিযোগকে
ভিত্তিহীন বলে উল্লেখ
করেছেন।
শেয়ার করুন