ভোররাতে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন
স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
হয়েছে। সোমবার ভোর ৫টা ৫
মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল
৬.৮। উৎপত্তি স্থল ছিল ভারত-
মিয়ানমার সীমান্তে ভারতের
মনিপুর রাজ্য। যা বাংলাদেশের
চট্টগ্রাম থেকে ৩৩১ কিলোমিটার
উত্তর পূর্বে।
ভূমিকম্পটি ৫৭ কিলোমিটার গভীর
এবং প্রাথমিক খবরে এটি
মিয়ানমারে আঘাত হেনেছে বলে
জানিয়েছে যুক্তরাষ্ট্রের
ভূতাত্বিক জরিপ সংস্থা।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো
খবর পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের
কলকাতা, অাসাম-অরুণাচল প্রদেশেও
ব্যাপকভাবে অনুভূত হয়েছে কম্পন।
আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েছে
মানুষ।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের
ডিউটি অফিসার ভজন কুমার সরকার
জানান, ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত
রাজধানীর কোথাও কোনো
ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কোনো ভবন হেলে পড়ার খবরও
পাওয়া যায়নি।
রাজধানীর বাড্ডার হোসেন
মার্কেটে কর্তব্যরত প্রাণ-আরএফএল
গ্রুপের কর্মচারী শ্রী মোহন চন্দ্র রায়
জানান, যখন ভূমিকম্প যখন আঘাত
হানলো তখন আমার খুব ভয়াবহ
অবস্থা। কী করবো বুঝতে পারিনি।
১২তলা ভবনের নয়তলায় আমরা
ছিলাম। ভবনটি এদিক-সেদিক
কাঁপছিল। এ সময় নিচে নামবো
নাকি উপরেই থাকবো এ নিয়ে
দোতানায় ছিলাম।
শেয়ার করুন