আসুন, গণতন্ত্রের পথে আসুন'-খালেদা জিয়া
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মানুষের ওপর জুলুম বন্ধ করুন, গুম-খুন বন্ধ করুন। সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, আজকের দিনটি গণতন্ত্র হত্যার দিবস। ৫ জানুয়ারি, আমি চাই জানতে আজ কি কোনো ভোট হয়েছিল? আমরা দেখেছি, ৫ জানুয়ারির আগেই নির্বাচিত হয়ে গেছে। নির্বাচনের আগেই ১৫৪ জন বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। এদের জনগণের প্রতিনিধি বলা যায় না। আজকে যারা ক্ষমতায় আছেন তারা কোনো বৈধ সরকার নয়।
খালেদা জিয়া বলেন, বহু চেষ্টা করেছেন। এর আগে একবার চেষ্টা করেছেন একদলীয় শাসন কায়েম করার। এখন আবার করছেন। মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, আমার মনে হয় তা কোনো ভালো ফল বয়ে আনবে না
শেয়ার করুন