পাকিস্তান থেকে বাংলাদেশী কূটনৈতিক প্রত্যাহার
বাংলাদেশের কূটনীতিক মৌসুমী
রহমানকে কেন প্রত্যাহার করতে হবে
এর কোনো ব্যাখ্যা পাকিস্তান
দিতে পারেনি বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.
শাহরিয়ার আলম বলেছেন। পাকিস্তান
তাদের দেশে নিযুক্ত বাংলাদেশের
কূটনীতিককে প্রত্যাহার করতে
বলেছে, তা দুই দেশের সম্পর্কের জন্য
সহায়ক নয় বলে জানিয়েছে। কিন্তু এর
ব্যাখ্যা তাঁরা দিতে পারে নি। আজ
বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ
প্রতিক্রিয়া জানান।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা
থেকে পাকিস্তানি কূটনীতিক
ফারিনা আরশাদকে প্রত্যাহারের
জের ধরে এবার ইসলামাবাদ থেকে
বাংলাদেশের কূটনীতিক মৌসুমী
রহমানকে ফিরিয়ে নিতে বলেছে
পাকিস্তান। কাল বৃহস্পতিবার
বিকেলের মধ্যে তাঁকে পাকিস্তান
থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।
জানা গেছে, ফারিনা আরশাদকে
ফিরিয়ে নিতে বাংলাদেশ যেমন
পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে
বলেছিল, তেমনি মৌসুমী রহমানকে
ফিরিয়ে নিতে ঢাকাকে
মৌখিকভাবে বলেছে ইসলামাবাদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা
গেছে, পাকিস্তানে বাংলাদেশ
হাইকমিশনের কাউন্সেলর
(রাজনৈতিক) মৌসুমী রহমানকে
সরকার ঢাকায় ফিরিয়ে আনছে না।
তাঁকে পর্তুগালে বদলির সিদ্ধান্ত
হয়েছে। পাকিস্তান থেকে সরাসরি
লিসবনে বাংলাদেশ দূতাবাসে যোগ
দিতে পারেন তিনি।
শেয়ার করুন