বরগুনায় নৌকায় সিল মারা ব্যালট পেপার উদ্ধার
বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্র
থেকে নৌকা প্রতীকে সিল মারা
১১টি ব্যালট পেপার উদ্ধার করেছে
পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে
বরগুনার এনডিসি সাকিব আল রাব্বির
উপস্থিতিতে পড়ে থাকা ব্যালট
পেপার জব্দ করে বরগুনা থানার
পুলিশ।
এ বিষয়ে এনডিসি সাকিব আল রাব্বি
জানান, খবর পেয়ে বরগুনার ক্রোক
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
উপস্থিত হয়ে তিনি বিদ্যালয় ভবনের
পেছনে ১১টি ব্যালট পেপার পড়ে
থাকতে দেখেন। এসব ব্যালট পেপার
কোথা থেকে কীভাবে এলো তা
খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয়
বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শী
একাধিক স্থানীয় অধিবাসীর সঙ্গে
কথা বলে জানা গেছে, উদ্ধারকৃত এসব
ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল
মারা ছিল।
এ ব্যাপারে বরগুনা থানার ওসি মো.
রিয়াজ হোসেন পিপিএম জানান,
মোট ১১টি ব্যালট পেপার উদ্ধার করা
হয়েছে। তার মধ্যে ৯টিতে নৌকা
প্রতীকে সিল এবং অপর দুটিতে
নৌকা এবং আম উভয় প্রতীকে সিল
মারা রয়েছে। তিনি আরো বলেন,
"সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের
উপস্থিতিতে উদ্ধারকৃত ব্যালট পেপার
পরীক্ষা করে দেখা হয়েছে। ওইসব
ব্যালট পেপারে যে গোল সিল মারা
রয়েছে তার সঙ্গে নির্বাচন কমিশন
থেকে দেওয়া সিলের কোনো মিল
নেই।"
শেয়ার করুন