‘সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ
স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ আয়োজনের আগে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। এছাড়াও অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঙালির চিরতম শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৩ বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ ‘ছাত্রসমাবেশ’। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, ‘স্মার্ট বাংলাদেশ’ এর স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
ছাত্র সমাবেশটি সফল করার লক্ষ্যে বাংলাদেশের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটি ‘সংবাদ সম্মেলন’ আয়োজন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্য ও নেতাকর্মীকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন