বাংলাদেশ বিমানে যুক্ত হলো ‘মেঘদূত’ ও ‘ময়ূরপঙ্খী’ নামের বোয়িং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো নতুন দু'টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। মঙ্গলবার সকালে ‘মেঘদূত’ ও ‘ময়ূরপঙ্খী’ নামের বিমান দুইটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান দুইটি সংযুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিমানকে আরো লাভজনক করতে নিজস্ব কার্গো প্রয়োজন। এখন কোনো কিছু রপ্তানি করতে হলে বিদেশ থেকে কার্গো ভাড়া করা হয়। কার্গো সংযুক্ত করার জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।
২০১৮ সালের পর পর্যায়ক্রমে চারটি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ বিমান বহরে যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেয়ার করুন