আপডেট :

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

        বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

        মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

        অরেঞ্জ কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন হাসপাতালে

        অবৈধ মাদকসেবীদের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী কি না—বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পস উদযাপনের সময় আর্টিলারির ধাতব টুকরো হাইওয়েতে, ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের গাড়িতে আঘাত

        হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা

রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা

অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশে গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেসরকারি বিনিয়োগে এক ধরনের স্থবিরতা কাজ করছে। নিয়মিত প্রবৃদ্ধি বাড়লেও বার্ষিক জিডিপির ২০% থেকে ২২% এর মধ্যেই বেসরকারি বিনিয়োগ আটকে আছে।

বেসরকারি বিনিয়োগকারীরা এর পেছনে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, অবকাঠামো দুর্বলতা, সুদের উচ্চ হার এবং জ্বালানি সংকটসহ সরকারি নীতিকে দায়ী করে থাকেন।

ঢাকার একজন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক যৌথ উদ্যোগে একটি কিচেন সিঙ্ক বা বেসিন তৈরির কারখানা গড়ে তুলেছেন। দুদবছর আগে শুরু করে এখনো পণ্যটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন নি। আব্দুর রাজ্জাক বলছিলেন বাংলাদেশে বিনিয়োগ করতে বহু রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়।

তিনি বলছেন, “অনেক চ্যালেঞ্জ। যেমন প্রথম চ্যালেঞ্জ হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার। জায়গা যেমন একটা বড় সমস্যা। এখানে আসছেন, আসার সময় রাস্তার অবস্থাটা দেখতে পারছেন।”

“এরকম একটা পরিবেশে পৃথিবীর কোথাও এ ধরনের ইন্ডাস্ট্রির কোনও উদ্যোক্তা আপনার বিনিয়োগ করতে আসবে। কিন্তু আমরা লোকাল ইনভেস্টর বা লোকাল অন্ট্রেপ্রেনার যারা আমরা কিন্তু এভাবেই যুদ্ধ করে বিনিয়োগ করছি।”

বিসিক এলাকায় কারখানার জন্য একাধিকবার আবেদন করেও জমি পাননি মি. রাজ্জাক। তিনি বলছিলেন, “ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে অনেক কিছু লোকাল প্রবলেম সল্ভড হয়ে যেতো। যেমন, আমি যদি নিজে একটা জমি নেই বা একটা ভাড়া জায়গা নিয়ে একটা ইন্ডাস্ট্রি করি, সেখানে লোকাল পলিটিকাল লিডার, বিভিন্ন দলের শুধু ক্ষমতায় যারা থাকে তারা না কিন্তু, সব দলের, বা দলের বাইরেও কিছু প্রফেশনাল কিছু মাস্তান থাকে, ওদের কথা চিন্তায় রাখতে হয়, ওদের চাঁদা দিয়ে করতে হয়।”

উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের একজন উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ৯০-এর দশক থেকে ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। স্থানীয় ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সঙ্গেও সংশ্লিষ্ট তিনি।

মি. রাজ্জাক বলেন, “আমাদের অ্যাকসেস টু ফাইনান্স এ সেক্টরে নাই বললেই চলে। ৫০ কোটি টাকাও ঋণ নাই, টোটাল সব ঋণ মিলিয়েও ৫০ কোটি টাকা হবে না। তার মানে এই সেক্টরে লোক চিন্তা করে, আমাকে যদি আপনি ঋণ দেন আমাকে ঋণটা পরিশোধ করতে হবে লাভ সহ। কাজেই আমাকে তখন হিসাব কষতে হয় যে আমি সুদসহ এ টাকাটা শোধ করতে পারব কিনা।”

বাংলাদেশে গত প্রায় এক দশক ধরে বেসরকারি খাতে বিনিয়োগের গতি প্রায় একই রকম রয়েছে।

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন “গত প্রায় পাঁচ ছয় বছর ধরেই প্রাইভেট সেক্টর বিনিয়োগটা একটু গতিশীলতাটা হারিয়ে ফেলেছে। এখানে স্থবিরতাটা দেখা যাচ্ছে। স্থবিরতা ইন দ্য রিলেটিভ টার্মস, অ্যাবসল্যুট টার্মে না।”

গ্রোথ হচ্ছে, ১২-১৩% করে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু জিডিপি একই হারে বাড়ছে। আপেক্ষিকভাবে ব্যক্তিখাতে যে বিনিয়োগ সেটা ২০-২২% এর মধ্যেই আছে গত প্রায় ৮/১০ বছর ধরে। এবং সেটা থেকে বের হয়ে আসতে পারছে না বলে তিনি জানান। সূত্র: বিবিসি।


শেয়ার করুন

পাঠকের মতামত