আপডেট :

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

        বন্যা আগুন রোধে গৃহহীনদের গ্রেপ্তারের প্রস্তাব মালিবুর

        মাঝ আকাশে বিমানের কাঁচ ভাঙল, আহত পাইলট

        অরেঞ্জ কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিন অপ্রাপ্তবয়স্কসহ চারজন হাসপাতালে

        অবৈধ মাদকসেবীদের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা সংবিধানবিরোধী কি না—বিবেচনায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পস উদযাপনের সময় আর্টিলারির ধাতব টুকরো হাইওয়েতে, ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের গাড়িতে আঘাত

        হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

জামায়াতের বিচারে ফেব্রুয়ারিতে আইন সংশোধন : আইনমন্ত্রী

জামায়াতের বিচারে ফেব্রুয়ারিতে আইন সংশোধন : আইনমন্ত্রী

যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ফেব্রুয়ারিতে বিল উত্থাপন করা হবে। তবে তার আগে বিষয়টি নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে হবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধ বিচারে সাক্ষী সুরক্ষা আইনও জুন-জুলাইয়ের মধ্যে উত্থাপনের চেষ্টা করা হবে।’

জামায়াতকে নিষিদ্ধ করবেন কবে- সাংবাদিকের এ প্রশ্নে জবাবে আনিসুল হক বলেন, ‘আমরা শুধুমাত্র জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইন করব না। আদালতের পর্যবেক্ষণের আলোকে আমরা কেবল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দলগুলোর বিচারের ব্যবস্থা করব। বাকিটা আদালত বিবেচনা করবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরির কাজ চলছে। যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করবে, তাদের এই আইনের আওতায় এনে বিচার করা হবে।’

মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ কটাক্ষ করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ এবং শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বিএনপির বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে এ বিষয়টি নিয়ে ফুটবল খেলতে দেব না। এটা ঠেকাতে আইন করা হবে।’

আইনে শাস্তির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’

বিএনপিকে ইঙ্গিত করে আনিসুল হক বলেন, ‘তারাও তো ক্ষমতায় ছিল। তারা কেন শহীদের তালিকা করেনি?’

এর আগে সচিবালয়ে বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন।

বৈঠকে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে যুদ্ধাপরাধের দায়ে জড়িত জামায়াতসহ অন্যান্য সংগঠনের বিচারে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সংসদে বিল উত্থাপনসহ ১২টি দাবি জানানো করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, সহ-সভাপতি মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুকুল, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত