চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
জাপার সমস্যা সমাধানে শেখ হাসিনার দ্বারস্ত হলেন রওশন
জাতীয় পার্টির (জাপা) চলমান সংকট সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়েছেন রওশন এরশাদ।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের বিরতির সময় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন জাপা নেতা ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, বিরোধীদলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী।
প্রধানমন্ত্রী সঙ্গে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট বৈঠক হয়েছে বলে জানা যায়। এর আগে, সংসদ অধিবেশন কক্ষে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে রওশন শাসিয়েছেন বলেও জানা যায়।
রওশন এরশাদ রুহুল আমিন হাওলাদারকে বলেন, তুমি বেশি বেড়ে গেছো। তোমার সাহস বেশি হয়ে গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন রওশন এরশাদ।
বৈঠক সূত্রে জানা যায়, জি এম কাদেরকে পার্টি কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করায় জাতীয় পার্টির মধ্যে বিরাজমান বিরোধ নিয়েই শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রওশন এরশাদ।
শেয়ার করুন