শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আহত
পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেল ৪টায় উপজেলার লালখান ব্রিজসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরে আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের আবু সাঈদের নেতৃত্বে অন্তত ২০/২৫ নেতা-কর্মীবাহী একটি পিকআপ ভ্যান লালখা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেপড়ে। এতে পিকআপ ভ্যানের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রোমান, তামিম, রনি, পারভেজ, আ: কাদের, তানিমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুলহান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন