রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা চার মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।
মতবিনিময়কালে বিজয়সূচক চিহ্ন দেখান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ভগিনি শেখ রেহানা ও রেহানা-
এ সময় হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ভগিনি শেখ রেহানা ও রেহানা-পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাতটা ৫৭ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান তিনি।
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন