মায়ের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন পুতুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। একই সঙ্গে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও।
রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা চার মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী। এরপরেই ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুল। এর আগে তারা সকাল সাতটা ৫৭ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা।
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন