আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

আমার কথা হচ্ছে সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: আইনমন্ত্রী

আমার কথা হচ্ছে সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত: আইনমন্ত্রী

সাগর-রুনি হত্যার বিচার নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশকে ৫০ বছর সময় দিতে হবে।’

 

সচিবালয়ে করা সেই প্রশ্নের সূত্র ধরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে পাল্টা প্রশ্নের মুখোমুখি হন আইনমন্ত্রী। এসব প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের দিকেই প্রশ্ন ছুড়ে দেন, ‘ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপে যান কেন?’

আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে (সাগর-রুনি হত্যার) সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রকৃত অপরাধীকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষেপে।’

এই মামলার তদন্ত ধীর গতি হচ্ছে কিনা এবং এরকম বিলম্বে তদন্তের আর নজির আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি যে কারণে সময়ের কথাটা বলেছি। বিশ্বে এমন অনেক মামলা আছে। ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদেরকে ধরতে পেরেছে। আমেরিকায় (যুক্তরাষ্ট্র) কিছুদিন আগে, ২৪ বছর আগের একটি খুনের মামলার রহস্য উদ্ঘাটন করেছে। আমার কথা হচ্ছে, পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তদন্তে ধরা যাচ্ছে না, এ জন্য তদন্তে সময় লাগছে।’

আখাউড়া রেলওয়ে স্টেশনে ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক। আমি এই কারণেই বলেছি, যতক্ষণ পর্যন্ত অপরাধীকে না ধরা হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে।’

আইনমন্ত্রী বলেন, ‘এটা (সাগর-রুনি হত্যার বিচার সংক্রান্ত প্রশ্নের জবাব) বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয়। আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধ করেছে তাদেরকে ধরার জন্য সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে ও আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে।’

ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনাসহ আরও অনেকে।

এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সোয়া ১০টার দিকে আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন তিনি। বিকেলে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করবেন তিনি। পরদিন আখাউড়ার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন ও দলীয় জনসভায় যোগদানের কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত