আন্তর্জাতিক গণমাধ্যমে মাহফুজ আনাম ইস্যু
সম্প্রতি শুরু হওয়া এই ইস্যু দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমেও স্থান পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন মাহফুজ আনামের বিরুদ্ধে হওয়া মামলার নিন্দা জানিয়েছে। বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন)। বিবিসি ওয়ার্ল্ডের ছাপা হওয়া সে প্রতিবেদনে সরকারের সমালোচনাকারী গণমাধ্যমে বিজ্ঞাপন নিয়ন্ত্রণসহ নানা নেতিবাচক আচরণের প্রকাশ হচ্ছে বলে অভিযোগ করা হয়।
তবে, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলে দাবি করেন। একই সঙ্গে মাহফুজের আনামের সত্য স্বীকারোক্তিকে ‘সাহসী কাজ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘১/১১-এর ঘটনায় শুধু মাহফুজ আনাম নয়, ওই সময়ের সকল কুশীলবদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করা উচিত।’
ওই সময়ের অনেক কুশীলব আওয়ামী লীগ ও সরকারে আছে বলেও স্বীকার করেন তথ্যমন্ত্রী।
শেয়ার করুন